কক্সবাজার থেকে ইনানী ভাড়া একেক রকম হয়ে থাকে। এটি নির্ভর করে যাত্রীর উপর। আপনারা কয়জন বা কোন ধরনের গাড়ী নিয়ে যেতে চাচ্ছেন সেসবের উভর ভিত্তি করে ভাড়াটা হয়ে থাকে। আপনি যদি কক্সবাজার থেকে ইনানীর ভাড়া সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এইখান থেকে জেনে নিতে পারবেন। তাছাড়া ইনানী সমুদ্র সৈকতকক্সবাজারের দর্শনীয় স্থান গুলোর মধ্যে ইনানী অন্যতম।, এর অবস্থান, এর আশেপাশের বিষয়, হোটেল সহ সকল বিষয় গুলো ও জানতে পারবেন।

কক্সবাজার থেকে ইনানী যাওয়ার উপায়:
প্রথমে জেনে নিন কক্সবাজার থেকে ইনানী যাওয়ার উপায় গুলো কি কি। সাধারণত অটো বা টমটম, সিএনজি,রেন্ট এ বাইক বা স্কুটি,প্রাইভেট কার,চান্দের গাড়ী বা ট্যুরিস্ট জ্বীপ এইগুলো নিয়ে কক্সবাজার থেকে থেকে ইনানী যেতে পারেন।
জেনে নিন কক্সবাজার থেকে ইনানী ভাড়া কত:
লোকালে গেলে জন প্রতি ৮০ থেকে ১০০ টাকা এবং সিএনজি বা অটো, টমটম রিজার্ভ নিয়ে গেলে ৫০০/৬০০ টাকা করে নেয়। তাছাড়া ট্যুরিস্ট জ্বীপ বা চান্দের গাড়ী নিয়ে গেলে ১৫০০/২০০০ টাকা নিবে। এইছাড়া ও প্রাইভেট কার ভাড়া করলে তা ও ২০০০ টাকা নিবে। যদি বাইক বা স্কুটি ভাড়া নেন তাহলে ৭০০/৮০০ টাকা। এই গুলোয় হচ্ছে কক্সবাজার থেকে ইনানী ভাড়া এর মূল্য। তবে দরদাম করে যাওয়া ভালো।

কক্সবাজার থেকে ইনানীর ভাড়া- ট্যুরিস্ট জ্বীপ বা চান্দের গাড়ী:
আপনারা যদি সদস্য বেশী হয়ে থাকেন যেমন ১৩/১৪ জন হয়ে থাকেন তাহলে চান্দের গাড়ী করে যেতে পারেন। এতে ভাড়া পড়বে ১৫০০/২০০০ টাকা মতো। তবে আগে থেকে দরদাম করে নিবেন। এইগুলো ডলফিন মোড় কক্সবাজার এর আশেপাশে পাশে থাকে। তবে এই ক্ষেত্রে ভালো হবে যদি আপনারা হিমছড়ি, ইনানী,পাটুয়ারটেক এইগুলো সহ ভ্রমণ করেন সেক্ষেত্রে ভাড়াটা বেশী হবে।
কক্সবাজার থেকে অটো বা টমটমের ইনানী ভাড়া:
আপনি যদি কক্সবাজার থেকে অটো বা টমটম নিয়ে ইনানী যেতে চান তাহলে আপনার রিজার্ভ ভাড়া ৫০০/৬০০ টাকা নিতে পারে। এক সাথে ৭/৮ জন বসতে পারবেন এইগুলো তে। এই অটো গুলোকে স্থানীয় ভাষায় টমটম বলা হয়। অনেক গুলো আবার লোকালে ও যায়। লোকালে গেলে জন প্রতি ৮০/১০০ টাকা নিতে পারে। ১/২ জন হলে তাহলে লোকালে যাওয়াটায় ভালো। তবে অবশ্যই আগে দরদাম করে ও কথা বলে তারপর উঠবেন।
প্রাইভেট কারে কক্সবাজার থেকে ইনানীর ভাড়া:
যারা প্রাইভেট কারে করে কক্সবাজার থেকে ইনানী যেতে চান তারা চাইলে কার ভাড়া করে যেতে পারেন৷ এইক্ষেত্রে ভাড়া ২০০০ টাকার মতো হতে পারে। তবে দরদাম করে নেওয়া ভালো।
বাইক বা স্কুটি ভাড়া নিয়ে কক্সবাজার থেকে:
কক্সবাজারে আপনি চাইলে বাইক বা স্কুটি ভাড়া নিয়ে ঘুরাঘুরি করতে পারেন। কক্সবাজার থেকে ইনানী যেতে চাইলে ও এইগুলো নিয়ে যেতে পারেন। এই ক্ষেত্রে ভাড়া হয় সারাদিনের জন্য ৭০০/৮০০ টাকা মতো। তেল খরচ নিজের।
কক্সবাজারের সেরা ১০টি দর্শনীয় স্থান গুলোর মধ্যে ইনানী অন্যতম। সেন্টমার্টিন এর মতো এইখানে পাথর রয়েছে যা এটির প্রধান বৈশিষ্ট্য। অন্যান্য বীচ গুলোতে এই রকম পাথর দেখা যায় না। তাছাড়া এই ইনানী বীচ অনেকটা কোলাহল মুক্ত।
এইখানে আশে পাশে অনেক হোটেল ও রিসোর্ট রয়েছে যেখানে চাইলে থাকতে পারবেন ও অনেক রেস্টুরেন্ট ও খাবারের দোকান ও আছে।
আপনি যদি কক্সবাজার থেকে ইনানী যাওয়ার জন্য ট্যুরিস্ট জ্বীপ, প্রাইভেট কার বা বাইক ভাড়া নিতে চান অথবা কক্সবাজারের ভ্রমণের জন্য আপনার প্রয়োজনীয় সকল কিছুর সেবা পেতে চান তাহলে কক্সবাজারের লোকাল স্টার্টআপ প্রতিবেশীর সাথে যোগাযোগ করতে পারেন। যাদের থেকে সঠিক সেবা পাবেন এবং নিরাপত্তার সহিত আপনার ভ্রমণ উপভোগ করতে পারবেন।