রামুতে মোট ৩০টি বৌদ্ধ বিহারের মধ্যে রাংকূট বৌদ্ধ বিহার সবচেয়ে বিখ্যাত এবং প্রসিদ্ধ। রাংকূট বৌদ্ধ বিহারের প্রাকৃতিক সৌন্দর্য এবং এর সমৃদ্ধি ইতিহাসের জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক রাংকূট বৌদ্ধ বিহার দর্শন করতে আসে।
চলুন জেনে আসি কি কারণে বিখ্যাত ও প্রসিদ্ধ এই রাংকূট বৌদ্ধ বিহার:
রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার মূলত পরিচালিত হয় স্থানীয় বৌদ্ধ ভিক্ষুদের দ্বারা। রাংকূট বৌদ্ধ বিহারের প্রদান ফটক দিয়ে প্রবেশ করার পর আপনার কাছে রাংকূট বৌদ্ধ বিহারের ঐশ্বরিক দৃষ্টিনন্দন সৌন্দর্যে দেখে চোখ জুড়িয়ে যাবে এবং প্রধান ফটক থেকে জনপ্রতি ২০ টাকা মূল্যের একটি টিকেট সংগ্রহ করতে হবে।
রাংকূট বৌদ্ধ বিহারে আছে শতাব্দীর পুরাত বটবৃক্ষ যার নিচে আছে বুদ্ধ এবং তার পঞ্চবর্গীয় শিষ্যদের প্রতি মূর্তি। রাংকূট বৌদ্ধ বিহার পাহাড়ে অবস্থিত হওয়ার কারণে এখনে সিঁড়ি দিয়ে উঠতে হয় এবং সিঁড়ির দুই পাশেই আছে থাইল্যান্ডের বৌদ্ধ বিহারের আদলে তৈরি দুইপাশে দু’টি ড্রাগনের প্রতিবিম্ব।

রাংকূট বৌদ্ধ বিহারের মূল আকর্ষণ হচ্ছে ভগবান গৌতম বুদ্ধের বক্ষাস্থি দিয়ে তৈরি ৬ ফুট উচ্চতা বিশিষ্ট শ্বেত পাথার দিয়ে তৈরি বুদ্ধমূর্তি। রাংকূট বৌদ্ধ বিহারে একটি জাদুঘর, পাঠাগার, ঝুলন্ত ব্রিজ, পোড়ামাটির ফলক বুদ্ধের পদচিহ্ন, বেলে পাথর সহ আরো অনেক আদি নিদর্শন দেখতে পারবেন।
রাংকূট বৌদ্ধ বিহারের পাশেই আছে জগৎ জ্যোতি শিশু সদন নামে একটি বৌদ্ধ অনাথ আশ্রমালয়। রাংকূট বৌদ্ধ বিহারের পাশেই অবস্থিত হিন্দু ধর্মালম্বীদের রাম সীতা মন্দির। রাংকূট বৌদ্ধ বিহারে আরো আছে সম্রাট অশোক, হিউয়েন সাঙ এবং বি আর আম্বেদকারের মূর্তি।
রাংকূট বৌদ্ধ বিহারে আছে একটি শত বছরের পুরাতন বোধিবৃক্ষ যার চারপাশে আছে ২৮টি বুদ্ধ মূর্তি। রাংকূট বৌদ্ধ বিহারের প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য্য দেখে আপনার মন ছুয়ে যাবে।

রাংকূট বৌদ্ধ বিহারের অবস্থান :
বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায়, রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার অবস্থিত।
রাংকূট বৌদ্ধ বিহারে কীভাবে আসবেন?
ঢাকা/চট্টগ্রাম থেকে থেকে যেহেতু রাংকূটে সরাসরি গাড়ি চলাচল করে না। তাই প্রথমে রামু (বাইপাস) বাস স্টেশনে নামতে হবে তারপর রামু চৌমহনী থেকে রাংকূটে যেতে হবে। ঢাকা থেকে রামুর দূরত্ব ৩৮৮ কিমি এবং চট্টগ্রাম থেকে রামুর দূরত্ব ১৩৯ কিমি।
আর রামু থেকে রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের দূরত্ব ৪ কিমি। আপনি যদি কক্সবাজারে বীচে ভ্রমণ করতে আসেন তাহলে এই ক্ষেত্রে রাংকূট বিহারে আসতে পারবেন।
রাংকূট বৌদ্ধ বিহারে যাতায়াত :
ঢাকা থেকে রামু বাসের ভাড়া ৯০০ টাকা হতে ২৫০০ টাকা পর্যন্ত হতে পারে। চট্টগ্রাম থেকে রামু বাসের ভাড়া ৪০০ টাকা হতে ১৫০০ টাকা হতে পারে। কক্সবাজার থেকে রামু জনপ্রতি সিনজি ভাড়া ৫০ টাকা। রামু থেকে রাংকূটের গাড়ি ভাড়া জনপ্রতি ১০ টাকা।
আপনি যদি কক্সবাজারে বন্ধু-বান্ধব কিংবা পরিবারে’র সঙ্গে ঘুরতে আসেন সেই ক্ষেত্রে রাংকূট আসার জন্য চাঁদের গাড়ি / ট্যুরিস্ট জিপ একটি ভালো অপশন হতে পারে।
[বি.দ্র: গাড়ির ভাড়া মৌসুমে এবং ব্যক্তিবেদে কম বেশি হতে পারে।]
রামুর বুকে এক ইতিহাস এবং ঐতিহ্য হয়ে এখনো দাঁড়িয়ে রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার। প্রাকৃতিক পরিবেশ আর সৌন্দর্য্যে লীলাখেলায় পর্যটকের আদর্শ গন্তব্য হয়ে আছে রাংকূট বৌদ্ধ বিহার। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গার নাম রেখেছিলেন রম্যভূমি।
রামু উপজেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে এই রাংকূট বৌদ্ধ বিহারটি অন্যতম ও প্রসিদ্ধ। যা ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার নামে ও পরিচিত। আসলেই এটি যে ঐতিহাসিক একটা স্থান তা সেখানে না গেলে বুঝতে পারবেন না। এই বিহারের পরিচালক কে.শ্রী জ্যোতিসেন মহাথের এর পরিচালনায় এইখানে প্রায় ৫০/৬০ জন ভিক্ষু শ্রামণ থাকে।
আশা করি রাংকূট বৌদ্ধ বিহার নিয়ে আপনারা প্রয়োজনীয় তথ্য পেয়েছেন। এরপর ও যদি কোনো কিছু জানার থাকলে তাহলে আমাদেরকে জানাবেন।