হোটেল সায়মন কক্সবাজার ভাড়া 2025
হোটেল সায়মন কক্সবাজার এর মধ্যে খুবই পরিচিত একটা হোটেল। হোটেল সায়মন কক্সবাজার ভাড়া ৭৬৮৫ টাকা থেকে শুরু হয়ে থাকে। তবে একেক দিন একেক রকম ভাড়া। কারণ বন্ধের দিন হোটেল ভাড়া সাধারণত অন্য দিনের চেয়ে বেশী হয়।
কক্সবাজারের কলাতলি বীচ এর পাশে হোটেল সায়মন অবস্থিত। ডলফিন মোড় থেকে সোজা গিয়ে তারপর হাতের বামে এই হোটেল। এটি একটি পাঁচ তারকা মানের হোটেল।
সায়মন হোটেলের ২৮৮ রুম এর মধ্যে বেশীরভাগই রুম থেকে কক্সবাজার সমুদ্র সৈকত দেখা যায়। এই হোটেলে ডিল্যাক্স স্যুট,রেস্তোরাঁ, বার,সুইমিং পুল,কনভেনশন হল রয়েছে।

জেনে নিন হোটেল সায়মন কক্সবাজার ভাড়া সম্পর্কে:
হোটেল সায়মন এর ভাড়া এক রাতের জন্য ৭৬৮৫ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা,২০,০০০ টাকা এবং ২৯,৫০০ টাকা ও হয়ে থাকে। বন্ধের দিন, সরকারি বন্ধের দিন বা বিশেষ দিনে এর দাম আরো বেশী হয়।
কক্সবাজার হোটেল কাছাকাছি সমুদ্র সৈকত চাইলে সায়মন হোটেল বুকিং করতে পারেন।